১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রীরামপুরের হাফিজের বিরুদ্ধে

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৬, ২০২০
106
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার শ্রীরামপুরের হাফিজুর রহমান হাফিজের বিরুদ্ধে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৬ সেপ্টেম্বর বুধবার ভোরে বন্ধুকে ডেকে কৌশলে বাড়ির বাইরে পাঠিয়ে ২ সন্তানের জননী মধ্যবয়স্ক নারীকে ধর্ষণ করেছেন ৩ সন্তানের জনক হাফিজ।

এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে আলমডাঙ্গা থানায় এজাহার করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ধর্ষিতার স্বামীর সাথে অভিযুক্ত একই গ্রামের হাফিজুর রহমান হাফিজ মাছের ঘেরে কাজ করেন। ১৬ সেপ্টেম্বর ভোরের আজানের পর পর হাফিজুর রহমান হাফিজ ধর্ষিতার স্বামীকে মাছের ঘেরে কাজ করার জন্য ডেকে নিয়ে যায়।

কিছুদূর গিয়ে বন্ধুকে বসিয়ে রেখে হাফিজুর রহমান হাফিজ বন্ধুর বাড়ি যায় বিড়ি ধরানোর অজুহাতে। গিয়ে বন্ধুর ঘুমন্ত স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায়, ধর্ষিতা বাদি হয়ে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেছেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এমনকি গতকালই ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram