আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় এমপি ছেলুন

আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে আওয়ামীলীগের দলীয় কার্যালায়ে মতবিনিময় সভায় তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে আওয়ামীলীগ দেশের স্বাধীনতা সার্বোভৌমত এনেছে। দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দিয়েছে বঙ্গবন্ধুর কন্য প্রধানমন্ত্রি শেখ হাসিনা। পরবর্তী প্রজন্ম ভবিষ্যতে কীভাবে দেশ পরিচালনা করবে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে তার দায়িত্বও আমাদেরকে নিতে হবে। সে লক্ষ্যে এখন থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। যাতে নতুন প্রজন্ম পথ না হারায়।
তিনি আরও বলেন, নিজেদের ভেতর সকল বিভেদ ভুলে একত্রিত হয়ে উপনির্বাচনে কাজ করে দলীয় প্রার্থিকে বিজয়ী করতে হবে। সকলকে দলীয় সিদ্ধান্তের প্রতি সন্মান দেখাতে হবে।
সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদউজ্জামান লিটু বিশ^াস, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমীরুল ইসলাম মন্টু, আনিসুজ্জামান মল্লিক, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি এ্যাড. সালমুন আহম্মেদ ডন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু মুসা ।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, মোস্তাফিজুর রহমান রুন্নু, আবু তাহের আবু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে মাহমুদুল হাসান চঞ্চল, নুরুল ইসলাম দিপু, তরিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বিল্লাল গনি, রকিবুল ইসলাম, সাজিবার রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম খান স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে সোনা উল্লাহ, রেজাউল হক তবা, কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, খন্দকার মজিবুল ইসলাম, আক্তারুজ্জামান, সিরাজুল ইসলাম, লাভলু, পরিমল কুমার কালু ঘোষ,কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান, বাদশা, রকি, সাকিব, অটল, সজীব, টিটন, শিহাব প্রমুখ।