আলমডাঙ্গায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ অনুষ্ঠানে এমপি ছেলুন
আলমডাঙ্গায় একীভূত শিক্ষা বাস্তবায়নের লক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস( হুইল চেয়ার, চশমা ও হিয়ারিং এইড) বিতরণ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টার দিকে “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে নিয়ে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়।
এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এসময় তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতিবন্ধি বলে অবহেলা করবেন না। তাদেরকে লেখাপড়া করার সুযোগ দিতে হবে। বর্তমান সরকার সমাজের উপেক্ষিত প্রতিবন্ধীদের সুবিধার্তে কাজ করতে হবে। তাদেরকে প্রতিমাসে ভাতা দেওয়ার পাশাপশি শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইর চেয়ার, চশমা ও হিয়ারিং এইড দেওয়া হচ্ছে। সরকারের এই কর্মকান্ড চলমান। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। এই শিশুদেরকেও শেখ হাসিনার সরকার জনশক্তিতে পরিণত করবে।
উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদ সাঈদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবীর, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, ঢাকার বিশিষ্ঠ ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা শেখ আসাদুল হক মিকা।
উপজেলা শিক্ষা অফিসার মামসুজ্জোহার উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, শামীম সুলতান, জিএম কামাল হোসেন, রশিদুল ইসলাম হুমায়ন কবীর, রফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সম্পাদক আশরাফুল আলম, প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, রাকিবুস সালেহীন, মোল্লা ফেরদৌস রিজভী প্রমুখ।