আলমডাঙ্গা উপজেলা পরিষদ, থানা ও ভূমি অফিস পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
আলমডাঙ্গা উপজেলা পরিষদ, থানা ও ভূমি অফিস পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল ১৫ সেপ্টেম্বর তিনি উপজেলা পর্যায়ের শীর্ষ গুরুত্বপূর্ণ এ ৩টি অফিস পরিদর্শন করে সন্তোষ্টি প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক অপারেশন স্বপন কুমার দাস, এসআই সুব্রত বিশ^াস প্রমুখ।
পরে আলমডাঙ্গা উপজেলা ভ’মি অফিস পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো: হুমায়ন কবীর।
আলমডাঙ্গা উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের অফিস পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, ভাইস চেয়ারম্যান এ্যাড সালমুন আহমেদ ডন, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কাদিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম প্রমুখ।