আলমডাঙ্গায় ব্রাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসুচি বিষয়ক মতবিনিময় সভা

আলমডাঙ্গা কুমারী ইউনিয়ন পরিষদের প্রতিনিধি , শিক্ষক, ঈমাম ও কাজীদের নিয়ে ব্রাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসুচি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে ব্রাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসুচি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুর সভাপতিত্বে ও কুষ্টিয়া জেলা ব্যবস্থাপক (ব্রাক) এনামুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহবুবুর রহমান, নজরুল ইসলাম, দাউদ আলী, তকবুল হোসেন, রশিদ উদ্দিন, কামরুজ্জামান, বায়েজিদ হোসেন, জামসেদ আলী, ফিরোজা খাতুন, তহমিনা কাতুন, জেসমিন আরা খাতুন, সচিব আনিছুর রহমান, কাজী আবুল কালাম আজাদ, মাদ্রাসা সুপার আকতারুজ্জামান, শিক্ষিকা সিরাজুম মনিরা, রেহেনা খাতুন, ইমাম শহিদুল ইসলাম, ব্রাক এইচআরএল এস কর্মকর্তা মনিরা খাতুন। সভায় বক্তরা বলেন ব্রাক কোন খরচ ছাড়াই গরীবদের আইনই নহায়তা দিয়ে থাকে।