আলমডাঙ্গায় হাঁস খামারীদের সেমিনার ও ফ্রী ট্রেনিং অনুষ্ঠিত
আলমডাঙ্গায় হাঁস খামারীদের নিয়ে সেমিনার ও খামার ব্যবস্থাপনা বিষয়ক ফ্রি ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা হাউসপুর মের্সাস আর ট্রেডার্সের অফিস রুমে নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেডের আয়োজনে হাঁস খামারিদের সেমিনার ও ফ্রী ট্রেনিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মের্সাস আর ট্রেডার্সের সত্বাধিকারী অবঃ সার্জেন্ট মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রশিক্ষক ছিলেন এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডাঃ মারুফ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার সাইদুর রহমান, ডাঃ পার্থ ব্যানার্জি।
তরুণ হাঁস খামারী ও কৃষি উদ্যোক্তা আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লিমন মল্লিকের উপস্থাপনায় বক্তব্য রাখেন এস. কে ওবাইদুল কাদের শেখ, আনারুল হোসেন, ওল্টু বিশ্বাস, আব্দার মিয়া, বাবু হোসেন, মানিক মিয়া, জমির উদ্দিন মেম্বার, মীর লিন্টু, আরিফুল ইসলাম, রুবেল, রাসেল, মিনারুল, রকিব, রায়হান, সুজন আহাম্মেদ, লিজন মিয়া, সুমন, আবু তালহা, সৌরভ, রাজা মিয়া, পিয়াস মাহমুদ, রাজু আহাম্মেদ, জুয়েল রানা, চঞ্চল হাসান, প্রমুখ।