যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যগুলো পুড়ছে ভয়াবহ দাবানলে ।। মৃত ৩৩
বিশ্বের ক্ষমতাসীন যুক্তরাষ্ট্রে যেন অমাবস্যার রাত। নানা রকম প্রাকৃতিক দুর্যোগে দেশটি জর্জরিত । করোনার সাথে সাথে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যগুলো পুড়ছে ভয়াবহ দাবানলে ।
প্রতিদিনই নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ছে। দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীর কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। গত তিন সপ্তাহের আগুনে পুড়ে ছাই হচ্ছে ক্যালিফোর্নিয়া, ওরিগন ও ওয়াশিংটনের বিস্তৃত এলাকা। এ পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। আরও অনেকে নিখোঁজ রয়েছে ।
জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ এ দাবানল ছড়িয়ে পড়ায় ওরিগন এবং ক্যালিফোর্নিয়ার কয়েকটি কাউন্টিতে ‘রেড ফ্ল্যাগ ওয়ার্নিং’ জারি করেছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় দ্রুত দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানানো হয়েছে। রাজ্যে বেশ কয়েকজন নিখোঁজ থাকার কথা নিশ্চিত করেছেন ওরিগনের গভর্নর কেট ব্রাউন ।
জেকসন, লেন এবং মারিয়ন কাউন্টিতে বেশ কিছু লোকজন নিখোঁজ রয়েছেন।রাজ্যের বন ও অগ্নি নিয়ন্ত্রণ বিভাগ ক্যালিফোর্নিয়ায় আগস্টের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত দাবানলে অন্তত ৩৩ লাখ একর বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছে ।
যুক্তরাষ্ট্রের জাতীয় আন্তঃসংযোগ দমকল কেন্দ্র জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় ২৫টি, ওয়াশিংটনে ১৬টি, ওরিগনে ১০টি এবং আইডাহেতে ১০টি স্থান দাবানলে পুড়ছে। এছাড়া আলাস্কা, অ্যারিজোনা, কলোরাডো, নেভাডা, নিউ ম্যাক্সিকো, উথ এবং ওমিংয়ে দাবানল ছড়িয়ে পড়ছে।