ঝিনাইদহে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কমিটি গঠন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে সর্বসম্মতিক্রমে সুবোদ চন্দ্রকে সভাপতি ও সহিদুজ্জামান সহিদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে রইস উদ্দিন আশিষকে কার্যকরী সভাপতি, তাহাজউদ্দিন মেম্বর সিনিয়র সহ-সভাপতি, গুলজার হোসেন, গোলাপ হোসেন সহ-সভাপতি, মো: হান্নান যুগ্ম সাধারণ সম্পাদক, সাহেব আলী ডন সাংগঠনিক সম্পাদক, মনিরুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক, সুলতান আহম্মেদ অর্থ সম্পাদক, খলিলুর রহমান সন্টু প্রচার সম্পাদক, সমরেশ বিশ্বাস দপ্তর সম্পাদক, আশরাফুল ইসলাম নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক, নুরুল ইসলাম ক্রীড়া সম্পাদক, খলিলুর রহমান খলিল সমাজ কল্যাণ সম্পাদক, ইমদাদুল হক শিক্ষা ও শ্রম বিষয়ক সম্পাদক, বুলবুলি বেগম মহিলা সম্পাদিকা ও আয়তাল আশিষ, আবদুর আজিজ, বাবু শেখ, রুস্তম আলী কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।
এছাড়াও মোস্তফা আরিফ রেজা মন্নুকে প্রধান উপদেষ্টা এডভোকেট আজাদকে আইন উপদেষ্টা, টিএ রাজু ও আনোয়ার হোসাইনকে উপদেষ্টা করা হয়েছে। নব-গঠিত এই কমিটি যাত্রাশিল্পীদের উন্নয়নে কাজ করবে বলে আশা করছেন সাংষ্কৃতিক কর্মীরা।