গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছেl আজ রবিবার সকাল ১১ টার সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহাজাহান রেজার এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,তেঁতুল বাড়িয়া ইউনিয়নের জেলা পরিষদ সদস্য মহাম্মদ আলী। এসময় বক্তারা বলেন, অনেক প্রতিবন্ধী শিশুদের মধ্যে প্রতিভা লুকিয়ে থাকে আর সেই প্রতিভা বিকশিত করার দায়িত্ব শিক্ষকদের।শিক্ষাই দিতে পারে একটি সমৃদ্ধ জাতি কারণ শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না।
আমাদের সমাজে প্রতিবন্ধীরা অবহেলিত নয় তারা আজ শিক্ষিত হয়ে নিজেদের প্রতিষ্ঠা করছে। আর প্রত্যেক ইস্কুলের শিক্ষকের উচিত তাদের সন্তানকে তাদের বিদ্যালয় পড়ানো অন্য বিদ্যালয় নয়।তাছাড়া সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকের গুরুত্ব অপরিসীম। ২০১৯-২০ অর্থবছরে ৭ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার, ওয়াকার, শ্রবণযন্ত্রও ক্র্যাচসহ মোট ৮টি উপকরণ দেওয়া হয়।এসময় এমপি সাহিদুজ্জামান খোকন প্রত্যেক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পোশাক তৈরির জন্য ১হাজার করে টাকা দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রকিব, মহিলা কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, মহম্মদপুর সরকারী প্রধান শিক্ষক জিয়া মোহাম্মদ আহসান মাসুম, মাইলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দানেছুর রহমান, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা,বালিয়াঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুদ্দিন, মুন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুকসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।