কালীগঞ্জে মাদক সেবিকে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
সেপ্টেম্বর ১১, ২০২০
156
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে এক মাদকসেবিকে জরিমানা ও কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ভুপালী সরকার। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সজীব হোসেন (২২) কে মাদক সেবনের অপরাধে দু’শ টাকা জরিমানা ও ৬মাসের কারাদন্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ভুপালী সরকার ।
এসময় তার সঙ্গে সঙ্গিও ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই ইব্রাহিম হোসেন । নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, মাদক সেবনের অপরাধে সজীব নামের এক মাদক সেবনকারিকে জেল ও জরিমানা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।