আলমডাঙ্গায় দ্রব্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ৩ প্রতিষ্ঠানে জরিমানা
আলমডাঙ্গায় পাটজাত দ্রব্যের মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়িকে জরিমানা করেছে। ১০ সেপ্টেম্বর আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহা: হুমায়ন কবীর চুয়াডাঙ্গা পাট অধিদপ্তরের পরিদর্শক আসাদুজ্জামানকে সঙ্গে নিয়ে পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতা মূলক ব্যবহার আইন ২০১০ এর ৪নং ধারা লঙ্ঘনে ১৪ নং ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় শহরের পুরাতন বাজারে ও আনন্দধারম হাইসপুর ব্রিজের নিচে অভিযান চালিয়ে আলমডাঙ্গা বাজারে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ টি প্রতিষ্ঠানে জরিমানা করেন।
আলমডাঙ্গা পুরাতন বাজারের বিশ্বাস ট্রেডার্সের মালিক আব্দার আলীকে ২ হাজার টাকা, বিকে ট্রেডার্সের মালিক দেবদাস বিশ্বাস কে ২হাজার টাকা ও আনন্দধাম ব্রিজের নিচে হাউসপুর সেলিম ট্রেডার্সের মালিক শামিম রেজাকে ২ হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।