১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৯, ২০২০
79
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে হামজা(৪) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে । হামযা কাজিপুর মোল্লাপাড়ার বিপ্লব হোসেনের ছেলে।

বুধবার দুপুর ১২ টায় গাংনী উপজেলার কাজিপুর গ্রামের জনৈক্য বাদল মন্ডলের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়,বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলা খেলছিলো হামজা এসময় অসাবধনতা বসত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষন পর পরিবারের সদস্যরা হামজাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ খবর নেয়, কোথাও না পেয়ে পুকুরপাড় এলাকায় খুঁজতে গিয়ে লাশ ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে। জীবিত ভেবে স্থানীয়রা এক পল্লী চিকিৎসকের কাছে নিলে সে জানায় তার কাছে নেওয়ার পূর্বেই হামজার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা আরোও বলেন,অতিবৃষ্টির কারণে চারিদিকে পানি বাড়ার সাথে সাথে বাবা-মার বেড়েছে সন্তান নিয়ে আতঙ্ক। কখন কোন দুর্ঘটনা ঘটবে এই আশঙ্কায় করছে প্রতিটি পরিবারের লোকজন।পানিতে ডুবে মৃত্যুর সংখ্যাও বাড়তে থাকছে। তাই প্রত্যেকটা পরিবারের উচিত এই সময় তার সন্তানকে চোখেচোখে রাখা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram