আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অশোভন আচরণকারি ব্যবসায়ির জরিমানা

আলমডাঙ্গা মাছের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে তুলকালাম কান্ডে দুজন রক্তাক্ত জখম হয়েছে। অশোভন আচরণকারি মাছব্যবসায়ি লেলিনের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, ৮ সেপ্টেম্বর দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিসার লিটন আলীর নেতৃত্বে শহরে এক ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে। এক পর্যায়ে ভ্রাম্যমাণ অভিযান টিমটি আলমডাঙ্গার মাছ বাজারে গিয়ে মাছব্যবসায়ি লেলিনকে রোডের একেবারে পাশ থেকে মাছের পশরা সরিয়ে নিতে নির্দেশ দেন। সে সময় মাছব্যবসায়ি লেলিন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অশোভন আচরণ ও সরকারি কাজে বাঁধা দেন। এই অপরাধে লেলিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছে।
অন্যদিকে, মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অভিযুক্ত লেলিন মাছ বাজারের বাসিন্দা বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুর সাথেও বাকবিতÐায় জড়িয়ে পড়ে। এ সময় বেলগাছি ইউনিয়নের মেম্বর রবিউল ইসলাম গিয়ে মাছব্যবসায়ি লেলিনের চাচাতো ভাইকে সেলিমকে মারধর করে। পরে লেলিন পক্ষ আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যানের লোক হিসেবে পরিচিত হারুনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। হারুন বেলগাছি গ্রামের মৃত দীদার আলীর ছেলে।
এ সংবাদ লেখা অবধি হারুনকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় থানাতে লিখিত অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে বলে আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যান পক্ষ জানিয়েছেন।