আলমডাঙ্গায় পান বরোজে গাঁজা চাষের অভিযোগে মাদকব্যবসায়ি আটক
প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
জুলাই ১৩, ২০২০
215
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গার বামানগর গ্রামে পানের বরোজের ভেতর থেকে পুলিশ গাঁজাগাছ উদ্ধার করেছে। এ সময় পানের বরোজের মালিক শাহাবুল ইসলামকে (৪০) আটক করেছে।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বামানগর গ্রামের মৃত জামায়াত আলীর ছেলে শাহাবুল ইসলাম তার পানের বরোজের ভেতর গাঁজাগাছের চাষ করছে।এমন সংবাদ গোপনে মাধ্যমে জানতে পেরে পুলিশ ১৩ জুলাই সন্ধ্যার আগে ওই পান বরোজে অভিযান চালায়। সে সময় পুলিশ পান বরোজের ভেতর থেকে ১টি গাঁজাগাছ উদ্ধার করে। আটক করেছে পান বরোজের মালিক শাহাবুল ইসলামকে।