আলমডাঙ্গায় যৌতুক ও খোরপোষ মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মনিরুজ্জামান গ্রেফতার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৮, ২০২০
161
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে স্ত্রীর দায়ের করা যৌতুক ও খোরপোষ মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী ডাউকির মনিরুজ্জামানকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলার গোপন সংবাদের ভিত্তিতে মনিরুজ্জামানের নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার ডাউকি গ্রামের ওসমান আলীর ছেলে মনিরুজ্জামান কয়েক বছর আগে চুয়াডাঙ্গায় বিয়ে করে। বিয়ে পর স্ত্রী সাথে মনোমালিন্য হওয়ার তালাক দিয়ে দেয়। পরে মনিরুজ্জামানের স্ত্রী ২০১৭ সাথে আদালতে যৌতুক ও খোরপোষ মামলা দায়ের করে।
ওই মামলায় মনিরুজ্জামান ঠিকমত হাজিরা না দেওয়ার আদালত মনিরুজ্জামানকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন। সাজাপাপ্ত আসামী হিসেবে বেশ কিছুদিন পালিয়ে বেড়ানোর পর আলমডাঙ্গা থানার এএসআই মহানন্দ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।