গাংনীতে ফেন্সিডিল সহ মাদক মামলার আসামী গ্রেফতার
গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ১০ বোতল ফেন্সিডিল সহ আশরাফুল ইসলাম বেল্টু (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১০ টায় উপজেলা তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা সীমান্ত গ্রাম থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
সে সহড়াতলা গ্রামের সেন্টু মিয়ার ছেলে। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, সহড়াতলা বাজারের জনৈক্য রাজুর দোকানের সামনে দিয়ে ফেন্সিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয়কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসময় তার কাছে থাকা ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয়কুমার কুন্ড জানান,ফেন্সিডিল সহ গ্রেফতার আশরাফুল ইসলাম বেল্টু পেশায় একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। মামলাটি বর্তমানে মেহেরপুর বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।