১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেলগাছির মালয়েশিয়া প্রবাসির যুবতী স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৬, ২০২০
113
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গার বেলগাছি গ্রামের মালয়েশিয়া প্রবাসির যুবতী স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি গ্রামের আফসার আলীর ছেলে হুসাইন গত সাড়ে ৩ বচর আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাছেরদাইড় গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে সালমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের ৬ মাস পর হুসাইন মালয়েশিয়া চলে যায়। গত ৩ বছর তিনি মালয়েশিয়া প্রবাসি।


এমতাবস্থায়, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে গৃহবধু সালমা খাতুন প্রবাসি স্বামীর সাথে মোবাইলফোনে আলাপ করেন। পরে রাতের যে কোন সময়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরদিন অর্থাৎ গত রবিবার সংবাদ পেয়ে সালমা খাতুনের বাপ আলমডাঙ্গা থানায় সংবাদ দেন।। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠান।


এ আত্মহত্যার কারণ কী সে বিষয়ে তাৎক্ষনিকভাবে তেমন কিছু জানা যায় নি।


আলমডাঙ্গা থানার ওসি (অপারেশন) স্বপন কুমার দাস জানান, স্বামী দীর্ঘদিন দেশে আসেন না। সঃে বিষয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল। গত পরশু রাতে স্বামীর সাথে মোবাইলফোনে কথা বলার পর আত্মহত্যা করেছে। তবে স্বামীর সাথে কি কথা হয়েছিল তাও জানা যায় নি।


এ ঘটনায় থানায় মেয়েটির বাবা প্রাথমিকভাবে একটি অপমৃত্যু দায়ের করেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram