১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষন ও জাদুঘর নির্মাণের জন্য জায়গা পরিদর্শন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৬, ২০২০
125
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষন ও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষন ও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় ঐতিহাসিক স্থান সমুহের তালিকা প্রস্তুতের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা সংগঠক ডা. সাহাবুদ্দিন আহমেদ সাবু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি চুয়াডাঙ্গা জজ কোর্টের জিপি এ্যাড. আব্দুর রশিদ মোল্লা, সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুর মোহাম্মদ জকু।

উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অগ্নিসেনা ময়নদ্দিন , মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সাবেক থানা কমান্ডার আবুল কাসেম মাস্টার, খোসদেল আলম, আব্দুল মালেক, বেল্টু, শোয়েব আলী, ইসমাঈল হোসেন, মনিন্দ্রনাথ দত্ত প্রমুখ।

আলোচনা সভায় মুক্তিযদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষনের জন্য এবং মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য সেখানে জনসাধারনের সমস্যা হবে না( যেমন খাস/দান/ অধিগ্রহণ/ প্রতিষ্ঠানের জমি ইত্যাদি উৎস হতে পাওয়া যাবে) সেই প্রস্তাবকৃত জায়গায় সর্বনিম্ম ৫৫’-০” ী ৪০-০” অথবা ৫০’-০” ী ৭০’-০” পাওয়া যাবে সেই সকল স্থানে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষন ও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণে জন্য ওই সকল স্থানের তালিকা, ছবি ও কাগজপত্র আগামী ২০ তারিখের মধ্যে উপজেলা প্রকৌশলী কার্যলয়ে জমা দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়।

পরে উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী সকলকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনে ও রেজিষ্ট্রি অফিসের পিছনের জায়গায় পরির্দশন করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram