মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সড়কে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপির নিদের্শনায় দীঘির পাড়া ও ঝাউবাড়িয়া সড়কে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকালে দীঘির পাড়া ও ঝাউবাড়িয়া সড়কে বৃক্ষ রোপন করা হয়। এসময় মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
সেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলাম রবির সভাপেিত্ব বৃক্ষরোপন কর্মসুচীতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মতিউর রহমান মতিন,শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাস ও সাধারণ সম্পাদক ইবনে মামুন, ইউপি সদস্য ওয়াসিম হোসেন প্রমূখ।
স্বেচ্ছাসেবক লীগের নেতা জুলফিক্কার হোসেন, শাহবুদ্দিন, জামাত সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।এসময় প্রায় ২ কিলোমিটার সড়কের দু'পাশে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বৃক্ষরোপণ করা হয়।