মাগুরায় দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু
প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
সেপ্টেম্বর ৬, ২০২০
159
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
মাগুরায় দেয়াল চাপা পড়ে সবুজ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে মাগুরা সদরের সাজিয়াড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ ওই গ্রামের মান্নান শেখের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী মামুন সর্দারের একটি ইটের দেয়াল দেওয়া টিন শেডের ঘর ভাঙার কাজ চলছিল। এসময় সবুজ নিজের ইচ্ছায় তাদের কাজে সহযোগীতা করছিল। হঠাৎ দেয়াল ভেঙে পড়লে সবুজ তার নিচে চাপা পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে নেয়। এরপর অপারেশন থিয়েটারে নেওয়ার পর তার মৃত্যু হয়।