কুষ্টিয়ায় স্ত্রীর উপর অভিমান করে বিষপানে বৃদ্ধের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে নিজ গৃহে কিটনাশক (বিষ) পানে করীম সর্দ্দার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত করীম সর্দ্দার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে। এলাকাবাসী জানান, পারিবারিক কলোহের জের ধরে স্ত্রীর উপর অভিমান করে শনিবার সন্ধ্যায় স্ত্রীর সামনেই জমিতে দেয়া কিটনাশক (বিষ) পান করেন। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। রবিবার দুপুরে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।