শৈলকুপায় আহত যুবকের চিকিৎসাধিন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু
প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
সেপ্টেম্বর ৬, ২০২০
115
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গাছ থেকে পড়ে মামুন হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামুন ওই গ্রামের বজলুল হকের ছেলে। এর আগে, শনিবার উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর মির্জাপুর গ্রামে গাছ থেকে পড়ে যান তিনি।
পুলিশ জানায়, শনিবার দুপুরে মামুন হোসেন প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির নারকেল গাছ থেকে নারকেল পাড়তে গাছে ওঠেন। কিন্তু গাছে ওঠার পর পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা কাঁচেরকোল তদন্ত কেন্দ্রের পরিদর্শক সামছুল জোহা।