আইপিএল ২০২০ এর প্রথম ম্যাচ হবে চেন্নাই-মুম্বাই ম্যাচ
আরব আমিরাতে হতে চলা আইপিএল ২০২০ সূচি প্রকাশ করেছে কমিটি। তারা ১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের মাধ্যমে শুরু করবে এবারের আইপিএল।
রবিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে আইপিএল ২০২০-এর সূচি প্রকাশ করে আইপিএল গভর্নিং কাউন্সিল। গত শনিবারই গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছিলেন রবিবার সূচি প্রকাশের কথা।
এবার আবুধাবি ছাড়াও দুবাই ও শারজার মাঠে খেলা হবে। ২৩ সেপ্টেম্বর মাঠে নামবেন কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন মু্ম্বাই ইন্ডিয়ান্স। দুবাইতে হবে ২৪টি, ২০টি ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে এবং অপর ১২টি ম্যাচ শারজায় অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ১০ দিন হবে দুটি করে ম্যাচ। যার প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। বাংলাদেশ সময় রাত আটটায় দিনের দ্বিতীয় ম্যাচ শুরু অনুষ্ঠিত হবে। তবে প্লে–অফের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি আইপিএল কমিটি। ৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ পর্বের খেলা। তারপর প্লে–অফ হয়ে ফাইনাল হবে ১০ নভেম্বর।