ঝিনাইদহে বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ "বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দ্বিতীয় দিনের মত বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে । পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম নিজেই কর্মশালায় প্রশিক্ষণ দেন। ঝিনাইদহ পুলিশ লাইনসে এ কর্মশালায় আয়োজন করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত "স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর -২০২০ "এর আলোকে বিট পুলিশিং কি, কর্মকৌশল, বিট অফিসারদের দায়িত্ব ও কর্তব্য, তদারকি অফিসারদের করণীয় ইত্যাদি সার্বিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালার দ্বিতীয় দিনে জেলার ৮৫ টি বিটের মধ্যে ৪২ টি বিট অফিসার, সহকারী বিট অফিসার এবং তাদের সহযোগী পুলিশ কনস্টেবল এই কর্মশালায় অংশগ্রহণ করে। পুলিশ সুপার নিজেই অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন।এসময় বিভিন্ন থানার অফিসার- ইন-চার্জ ও সার্কেল অফিসারগণ উপস্থিত ছিলেন।