গাংনীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
সেপ্টেম্বর ৫, ২০২০
95
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
গাংনীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ৪ কেজি গাঁজা সহ সাজাহান আলী মন্ডল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার তেরাইল গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার ডাঙ্গের বাজার এলাকার আজিজুল হক মন্ডলের ছেলে।
র্যাব ৬ ঝিনাইদহ ক্যাম্পের এস আই বাবুল জানান,তেরাইল গ্রাম দিয়ে গাঁজা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার এএসপি শফিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সাজাহান আলী মন্ডলকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত’র বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ডিউটি অফিসার এস আই হাবিব জানান,র্যাব কর্তৃক ধৃত আসামীকে মাদক মামলায় মেহেরপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।