১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে কোনও ফি ছাড়াই ভর্তির সুযোগ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৪, ২০২০
495
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

করোনা পরিস্থিতিতে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কোনও ফি ছাড়াই ভর্তির সুযোগ দিয়েছে । একইসাথে টিউশন ফি পূর্বের সেমিস্টারগুলোর চেয়ে ২০%- ৩০% কম নির্ধারন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। বিনা ফি তে ভর্তির সুযোগ আগামী ৩০ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত।

প্রোগ্রামসমূহ:
অনার্স: বাংলা, ইংরেজি, কৃষি (বিএসসি অনার্স এগ্রিকালচার), বিবিএ [একাউন্টিং, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স)
ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম: সিএসই, ইইই, আইসিটি।
মাস্টার্স প্রোগ্রাম:
এমএ (বাংলা),
এমবিএ (ACC, MGT, FIN, MKT, HRM)
এমপিএড

এদিকে বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, করোনা ছাড় ও রেজাল্ট ছাড় দিলে প্রত্যেক প্রোগ্রামে ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষার্থীরা ছাড় পাবে। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বিশাল ছাড় দিয়েছে। সে ক্ষেত্রে প্রোগ্রাম ভেদে ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে পরীক্ষা ফি, টিউশন ফি, সেশন ফি, ল্যাব ফিসহ সমস্ত খরচ সম্পন্ন করা সম্ভব।

উল্লেখ্য, এসএসসি ও এইচএসসি সর্বমোট জিপিএ ৭ বা তদুর্ধের ক্ষেত্রে টিউশন ফি’র উপর বিশেষ ছাড় রয়েছে! মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত ১৫% ছাড় রয়েছে!! মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে শুধু ভর্তি ফি মওকুফ।]
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
মোবাইল: 01319-446230
Web: www.rmu.ac.bd

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram