আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহতঃ জরিমানা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৩, ২০২০
144
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ৭ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বৃহস্পতিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে,আলমডাঙ্গায় বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ট্রেড লাইসেন্স না থাকায় জাহাঙ্গীর ইলেক্ট্রনিক্সে ১ হাজার টাকা, ঔষধের ফার্মেসীতে ১ হাজার টাকা, নোংরা পরিবেশে বেকারীর মালামাল তৈরীর দায়ে ময়ুরী ফুডে ২ হাজার ৫ শ টাকা, বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় নতুন বাসস্ট্যান্ডের বিসমিল্লাহ্ স্টোরে ২ হাজার ৫শ টাকা ও স্বাস্থ্যবিধি না মেনে রেল স্টেশনের উপর আড্ডা দেবার সময় ৪ যুবককে ৫শ টাকা জরিমানা করা হয়।