৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে করোনায় ক্ষতিগ্রস্থ খেলোয়াড় অনুদানের চেক বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৩, ২০২০
91
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে করোনা ভাইরাস প্রাদূভাবের কারণে মেহেরপুরে ক্ষতিগ্রস্থ খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রিড়া সংগঠক, ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে আর্থিক চেক বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মুনসুর আলম খান। অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাড. শাহিন ইব্রাহিম শাহিন, প্রশিক্ষক মালেক প্রমূখ।

চেক বিতরণ অনুষ্ঠানে ৪৫ জন খেলোয়াড়দের প্রত্যেকের মাঝে ৭ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ১৫ হাজার টাকার চেক এবং ৮ জন প্রশিক্ষকদের মাঝে ২৪ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৯২ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয় ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram