১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধ ভাবে ভারতে গমনের সময় মহেশপুর ৫৮ বিজিবির জালে দুই যুবতি আটক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২, ২০২০
88
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় কুলসুম খাতুন (২৮) ও আয়েশা আক্তার সোহানা (২০) নামে দুই যুবতিকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে মহেশপুর উপজেলার গোপলপুর গ্রামের জনৈক আলমের পুকুর পাড় থেকে তাদের আটক করা হয়।

আটক কুলসুম খাতুন মাদারীপুর সদর উপজেলার ছইনে গ্রামের আনোয়ার সরদারের মেয়ে। অন্যদিকে আয়েশা আক্তার সোহানা নারায়নগঞ্জের ফতুল্লা উপজেলার মুন্সিবাগ গ্রামের আব্দুস সোবাহানের মেয়ে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় জানান, গত ৩১ আগস্ট যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৭/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর মাঠ থেকে ভারতে গমনকালে তাদের আটক করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram