১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় কবি নজরুলের ৪৪তম প্রয়াণ দিবসের স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২, ২০২০
100
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: জাতীয় কবি নজরুলের ৪৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এলাকার কবির স্মৃতি বিজড়িত অবস্থান ও জীবন দর্শনের উপর 'কথা ও কবিতায় নজরুল' শীর্ষক স্মরণসভা। মঙ্গলবার রাত ৮টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরনসভার আয়োজন করে জেলা প্রশাসন। কবির স্মৃতি বিজড়িত বাড়ি কার্পাসডাঙ্গায় অবস্থান ও জীবন দর্শনের উপর 'কথা ও কবিতায় নজরুল' স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলি আজগর, খুলনা বিভাগীয় কমিশনার মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহি পরিচালক মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। স্মরণসভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মনিরা পারভিন, এনডিসি আমজাদ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

স্মরণসভা শেষ কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। কবিতা আবৃত্তি করেন জেলার কবিরা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram