আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্দ্যোগে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। ১৯৭৮ সালের এই দিনে মেজর জিয়াউর রহমান ক্ষমতা বলয়ের মধ্য থেকে বিএনপি প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন। দিনটি উপলক্ষে হাজী মোড়স্থ বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাবেক পৌর বিএনপির সভাপতি ইসরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু। বিশেষ অতিথি ছিঁলেন সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সাবেক কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন।
যুবদল নেতা মাগরিবুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুবদল নেতা মুঞ্জু, ওহিদুল ইসলাম বাবু, চিনি রদ্দিন, শরিফুল ইসলাম, সাকিল, ছাত্রদল নেতা সানি, আশিক, রাসেল, লিখন, জাহিদ প্রমুখ।