পতিতাসহ ৪ যুবক খদ্দের আটক
আলমডাঙ্গা জামজামী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে পতিতাসহ ৪ যুবক খদ্দেরকে আটক করেছে। ৩১ আগস্ট সোমবার গভীর রাতে ঘোষবিলা গলাই দড়ি ব্রিজ সংলগ্ন উলাইয়ের ইটভাটা থেকে পতিতা নিয়ে ফুর্তি করার সময় ৪ যুবককে আটক করে।
জানাগেছে, উপজেলা ঘোষবিলা গ্রামের আতিয়ার রহমানের ছেলে সোহেল রানা(২৫) একই গ্রামের রবজেল আলীর ছেলে মিরাজ হোসেন(২২), মোজাম্মেল মালিথার ছেলে শিপন আলী(২৬) ও আব্দুল হান্নানের ছেলে রুহুল আলী(২২)কে পতিতা নিয়ে ফুর্তি করার সময় জামজামী ক্যাম্প পুলিশ আটক করেছে। মোবাইল ফোনের মাধ্যমে উপজেলার কার্লিদাসপুর স্কুলপাড়ার মৃত শফি উদ্দিনের স্ত্রী দেহ ব্যবসায়ী শিরিনা খাতুনের সাথে যোগাযোগ করে। সোমবার শিরিনার সাথে ওই ৪ যুবক এক রাতে জন্য ২ হাজার টাকায় চুক্তি করে। সন্ধ্যার পর পতিতা শিরিনাকে নিয়ে ওই ৪ যুবক ঘোষবিলা গ্রামের দলাই দড়ি ব্রিজের পাশে উলায়ের ইটভাটায় নিয়ে যায়। রাতে ফুর্তি করার এক পর্যায়ে জামজামী ক্যাম্প পুলিশের টহল দল গলাই দড়ি ব্রিজ এলাকায় ডিউটি করতে গেলে তাদের নজরে পড়ে। এসময় ক্যাম্পে পুলিশের এসআই আব্দুল হাকিম ও এএসআই আনিস পতিতাসহ তার খদ্দের ৪ যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদেরকে ২৯০ মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।