মুজিবনগর কোমরপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে এজেন্ট ব্যাংকের এর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার উদ্যোগে কোমরপুর বাজারে এজেন্ট ব্যাংক এর উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সি ই ও মোহাম্মদ মাহবুবুল আলম ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের এজেন্ট ব্যাংক এর উদ্বোধন করেন। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর শাখা ব্যবস্থাপক এভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল মোমিনুল ইসলাম, কোমরপুর ক্যাম্প ইনচার্জ মেজবাহুর রহমান, কোমরপুর বাজারের এজেন্ট আউটলেটর আব্দুল হান্নান, এজেন্ট ভবনের মালিক আব্দুর রাজ্জাক, প্রমূখ। পরে ফিতা কেটে কোমরপুর শাখার এজেন্ট ব্যাংক এর উদ্বোধন করেন মেহেরপুর শাখা ব্যবস্থাপক এভিপি মোঃ জাহাঙ্গীর আলম।।