মেহেরপুর যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি ॥ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষন ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য পরিকল্পিত ভাবে পর্যাপ্ত গাছ লাগানো একান্ত প্রয়োজন। গনপর্যায়ে বৃক্ষ রোপন কেবল পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে এবং ফলমূল ও বনজ দব্যে দেশকে স্বনির্ভর করে তুলতে সাহায্য করবে না বরং ব্যক্তি পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ বিধানে অনুকূল ভুমিকা পালন করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে।
এরই আলোকে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে মুজিবনগর উপজেলার মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় সভাপতি কামারুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ,জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজিব, জেলা নবীনলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।