কুমারখালী গড়াই নদীতে জেলেদের জালে লাশ
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ জেলেদের জালে ধরা পড়েছে। শুক্রবার সকালে গোসলে গিয়ে তিনি নিখোঁজ হন।
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে গোসল করতে গিয়েছিলেন চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া মন্ডল পাড়ার সেলিম(৪৫)। ২৯ আগস্ট শনিবার বিকেলে কয়া ইউননিয়নের সেতুঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করে জেলেরা।
স্থানীয়রা জানায়, সেলিম গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। বিকেলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে অনেক খুঁজাখুঁজির পর রাতাবদি অভিযান করেও তার সন্ধান না পেয়ে অভিযান সমাপ্ত করে। পরের দিন শনিবার সকালে আবারো অভিযান চালিয়েও কোন হদিস পায়নি । অবশেষে শনিবার বিকেলে কয়া সেতুঘাট এলাকায় জেলেদের জালে লাশ উঠে।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানা পুলিশের ওসি মজিবুর রহমান বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।