বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরণে ঝিনাইদহে ছাত্রলীগের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ছাত্রলীগ। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। বক্তারা, আলাদা কশিমন গঠন করেন ১৫ ও ২১ আগস্ট হামলার ঘটনায় জড়িত দোষি মৃত ব্যক্তিদের মরোনত্তর বিচার দাবি করেন।