৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্যালেন্টপুলে বোর্ড বৃত্তি পেয়ে আবারো আলোচনায় ঝিনাইদহের কালীগঞ্জের সেই মেধাবী তিন বান্ধবী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৭, ২০২০
173
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ট্যালেন্টপুলে বোর্ড বৃত্তি পেয়ে আবারো আলোচনায় এসেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সেই মেধাবী তিন বান্ধবী। বুধবার রাতে যশোর শিক্ষাবোর্ড প্রকাশিত এস এস সি বৃত্তি ফলাফলে তিন বান্ধবী রুবাবা জামান, অর্পিতা মজুমদার ও তিথি বিশ্বাস ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

তারা তিন জনই কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি পাশ করেছে। এসএসসিতে তিন জনই গোল্ডেন এ প্লাস পেয়েছিল। রুবাবা জামান মৃত মিরুজ্জামান ও শিক্ষক পারভিন খানের মেয়ে, অর্পিতা মজুমদার ডা. প্রফুল্ল্য কুমার মজুমদার ও শ্রীলেখা মজুমদারের মেয়ে, তিথি বিশ্বাস, শিক্ষক তরুন বিশ্বাস ও কমলা রানী কবিরাজ’র মেয়ে।

জেএসসি পরিক্ষায়ও তারা গোল্ডেন এ প্লাস ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এ ছাড়া ২০১৯ সালে মাধ্যমিক পর্যায়ে অনুষ্ঠিত ৩য় জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় দেশ সেরা হয়েছিল। আগামীতে যাতে এ সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে পারে তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram