গাংনীতে সাপের কামড়ে আলাল উদদীনের মৃত্যু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৭, ২০২০
110
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে আলাল উদ্দিন (১০) নামের এক শিশুর সাপের কামুড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তার মৃত্যু হয়। আলাল উদ্দিন গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের কুমারীডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, আলাল উদ্দিন তার নানা আব্দুর রশিদের বাড়ি গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াতলা গ্রামে বেড়াতে আসে। রাতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। সকালের দিকে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা ওঝার কাছে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।
ষোলটাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আহার আলী জানান, শিশু আলাল উদদীনের লাশ দাফন কাফনের জন্য তার পরিবারের সদস্যরা নিজ গ্রামে নিয়ে গেছে।