মেহেরপুর ইমারত নির্মাণকারী ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম।
এসময় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নওশাদ আলী, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক বাবু শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, প্রচার সম্পাদক লাভলু শেখ, দপ্তর সম্পাদক মোতালেব, শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ জালাল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক খলিল শেখ, সদস্য মাজেদ আলি, ফিরোজ আলী, আজমাইল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভার দিন ধার্য করা হয় আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে উক্ত সভায় সকল সদস্যকে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান ইউনিয়নের সভাপতি।