আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীকে ১ বছর করে কারাদন্ডাদেশ
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৫, ২০২০
129
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় ২ মাদকসেবীকে ১ বছর করে কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের কুতুব উদ্দীন ওরফে কুদ্দুসের ছেলে একাধিক মামলার আসামি সেলিম হোসেন (২৪) ও আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের মহির উদ্দীনের ছেলে শামিমুর রহমান শাকিল (২২) বিকেলে কামালপুর গ্রামের খালপাড়ায় বসে ট্যাপেন্টা ট্যাবলেট ও গাঁজা সেবন করছিল।
সে সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সিদ্ধার্থ মন্ডল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরবর্তিতে ঘটনা জানতে পেরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত উভয় মাদকসেবীকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছে।