আলমডাঙ্গা থানা চত্তরে তালগাছ রোপন
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৪, ২০২০
176
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গা থানা পুলিশ থানা চত্তরে বজ্রপাতে মানুষের মৃত্যু কমানোর জন্য তালগাছ রোপন করেছেন। ২৪ আগস্ট বিকালে আলমডাঙ্গা থানা চত্তরে অফিসার ইনচার্জ আলমগীর কবীর ও পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদুর রহমান এ তাল রোপন করেছেন।
এসময় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন বলেছেন, বজ্রপাত যেহেতু সাধারণত উঁচু কোন কিছুতে আঘাত করে, সেজন্য উঁচু গাছ হিসেবে তালগাছকেই তারা বেছে নিয়েছেন বজ্রপাত ঠেকানোর জন্য।
বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য এটাই সবচেয়ে কার্যকর স্থানীয়ে প্রযুক্তি। গত কয়েক বছর ধরে বজ্রপাতে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এনিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সে জন্য আমরা থানা চত্তরে বেশ কিছু লাগালো হয়েছে।
তাল গাছ লাগানোর সময় উপস্থিত ছিলেন এসআই সুব্রত বিশ্বাস, এসআই সিদ্ধার্থ মন্ডল, এসআই আশরাফুল, এসআই হাসনাইন, এসআই সুফল প্রমুখ।