৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুর সীমান্তে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
আগস্ট ২৪, ২০২০
144
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি ব্যাটালিয়ন ফেনসিডিলসহ সম্রাট আলী বাবু (২৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ৪৭বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ঠোটারপাড়া বিওপি’র টহল দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিল, মাদক বহনকারী ইজিবাইক ও ১০ কেজি আটাসহ তাকে আটক করে। সে সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ঠোটারপাড়া বিওপি’র টহল কমান্ডার নায়েক মো. নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে ফেনসিডলসহ মাদক ব্যবসায়ী সম্রাট আলী বাবুকে আটক করে। এসময় জাদু মিয়া (২৮) নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

সে একই এলাকার গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। অপরদিকে তেতুলবাড়ি বিওপি’র টহল দল গতকাল বিকেল সোয়া ৩টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত সংলগ্ন তেতুলবাড়ি পশ্চিমমাঠে অভিযান চালিয়ে মালিকবিহিন অবস্থায় ১৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram