দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় হানেফ জোয়ার্দার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২৪ আগস্ট সোমবার সকাল ১০টায় উপজেলার জয়রামপুর গ্রামের কেটোপুল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত হানেফ জোয়ার্দার (৪০)জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের ইদবারী জোয়ার্দ্দারের ছেলে। তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেলযোগে দামুড়হুদা উপজেলার জয়রামপুর বিলে মাছ ধরার জন্য যাচ্ছিলেন হানেফ জোয়ার্দার। এসময় কেটোপুল পার হতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭১৫ আপ কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। দীর্ঘদিন থেকে দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন তিনি।পরবর্তীতে জমি কিনে ওই গ্রামেই বসবাস করছিলেন তিনি।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।