পাবনা- ৪ আসনের নির্বাচনি তফসিল ঘোষণাঃ ২৬ সেপ্টেম্বর নির্বাচন
ঢাকা অফিসঃ জাতীয় সংসদের ৭১ পাবনা ৪ নির্বাচনি এলাকার নির্বাচন আয়োজনের সময়সূচি ঘোষণা - বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের ৭১ পাবনা ৪ আটঘরিয়া ও ঈশ্বরদী নির্বাচনি এলাকার নির্বাচনের তারিখ আগামী ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার ঘোষণা করেছে।
সেই মোতাবেক মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ সেপ্টেম্বর, আপিল দায়ের ৪ থেকে ৬ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ৭ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ সেপ্টেম্বর।
নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্ব পালন করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী। সহকারী রিটানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার পাবনা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী।
এছাড়া ঢাকা-৫,নওগাঁ -৬,ঢাকা-১৮,সিরাজগঞ্জ -১ শূন্য আসন সমূহের নির্বাচনের তারিখ পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে।