করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিতসাধীন দৌলতপুর থানার ওসি আরিফ
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৩, ২০২০
100
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান করোনা আক্রান্ত ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে বিভিন্ন মহল দোয়া করেছেন।
বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। করোনা নমুনা দিয়ে করোনা পজেটিভ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে বলে দৌলতপুর থানা পুলিশ সূত্র জানিয়েছে। দৌলতপুর থানার ওসি এস এম অরিফুর রহমানের সুস্থতার জন্য দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।