পরকীয়া প্রেমিককের সাথে মনোমালিন্য হয়ে প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
আলমডাঙ্গায় পরকীয়া প্রেমিককের সাথে মনোমালিন্যে প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে পৌরসভার গোবিন্দপুরের ভাড়া বাসায় আত্মহত্যার ঘটনা ঘটে। পরোকিয়া প্রেমিক দুপুরে প্রেমিকার বাসায় এসে দরজায় ডেকে না পেয়ে ৫ তলার ছাঁদ দিয়ে বারান্দার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। নিজে বাঁচতে সব প্রমাণ নষ্ট করে লাশ নিচে নামিয়ে রেখে যায়।
ঘটনাস্থল পরিদর্শনে এসে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার(সার্কেল) আনিসুজ্জামান লালন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক। লাশ পোস্টমর্টেম করতে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্তে নেমেছে।
জানা গেছে,আলমডাঙ্গার বেলগাছি গ্রামের সাইদুর রহমানের মেয়ে রেশমা খাতুনের সাথে চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের শিমুল সর্দ্দারের বিয়ে হয়। এই দম্পতির পঞ্চম শ্রেনীতে পড়য়া সিমি নামের একটি মেয়ে রয়েছে। স্ত্রী এবং মেয়েকে বাড়িতে রেখে শিমুল সর্দ্দার সৌদি আরবে পাড়ি জমান।
এরমধ্যে একটি বিয়ে বাড়িতে আলমডাঙ্গার বামানগর গ্রামের ভিডিও ম্যান সবুর নামের এক যুবকের সাথে রেশমার পরিচয় হয়। এরপর থেকে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক চলতে থাকে। সম্পর্ক গভীর হলে রেশমা বিদেশ থেকে তার স্বামীর পাঠানো টাকায় প্রেমিক সবুরকে সৌদিতে পাঠায়। এক বছর থেকে সুবিধা করতে না পেরে সবুর সৌদি থেকে দেশে ফিরে আবারও ভিডিও'র দোকানে কাজে যোগ দেয়। পরকীয়া প্রেমিকের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে রেশমা মাস ছয়েক আগে মেয়ের স্কুলে পড়ানোর অজুহাতে আলমডাঙ্গার গোবিন্দপুরে বাসা ভাড়া নেয়।