আলমডাঙ্গা পৌরসভার নগর সমন্বয় কমিটি(টিএলসিসি)‘র বিশেষ সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা পৌরসভার নগর সমন্বয় কমিটি(টিএলসিসি)‘র বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত বাজেট ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নগর উন্নয়নের কার্যকারী ভ‚মিকা রাখতে প্রকল্পের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলমডাঙ্গা পৌরসভায় উন্নয়নের অগ্রযাত্রা সচল রাখতে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত খসড়া বাজেট ঘোষনা করা হয়েছে।
শনিবার ২৫ মে বেলা ১১টার দিকে পৌরসভাধীন থানাপাড়া কমিউনিটি সেন্টারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) খসড়া বাজেট ঘোষনা করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি ৭২ কোটি ৬ লাখ ৪১ হাজার ৭৭৩ টাকা প্রস্তাবিত খসড়া বাজেট পেশ করেন। বাজেটে আয়ের খাত দেখানো হয়েছে সরকারী অনুদান ৫৮ কোটি ৫৪ লাখ টাকা, ইজারা হতে ৫ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ১১৫ টাকা, সম্পত্তি হতে ১ লাখ, পানি সরবরাহ থেকে ১৫ লাখ, ফিস থেকে ৩ লাখ, রেইট থেকে ১ কোটি ১০ লাখ ৭৪ হাজার টাকা, বিভিন্ন ট্যাক্স ১ কোটি ৯৯ লাখ ৭১ হাজার ১৫ টাকা। সমপরিমান অর্থ ব্যয় দেখোনো হয়েছে।
বাজেট ঘোষনা উপলক্ষে শহর উন্নয়ন কমিটির সমন্বয় সভা পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস (জেলা প্রশাসকের প্রতিনিধি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, প্যানেল মেয়র জহুরুল ইসলাম স্বপন, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা: অমল কুমার বিশ্বাস, আইইউজিআইপি“র ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম। হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেদউদ্দিন ভোলা, আব্দুল গাফ্ফার, ডালিম হোসেন, আশরাফুল হোসেন বাবু, বাপ্পি, সাইফুল ইসলাম মুন্সি, শিপ্রা বিশ্বাস, রাবেয়া খাতুন, মনোয়ারা খাতুনসহ সগর উন্নয়ন সমন্বয় কমিটির সকল সদস্য উপস্থিত র্ছিলেন।