আলমডাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
আলমডাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। শুক্রবার ২৪ মে দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা মধুপুর গ্রামের মাদক ব্যবসায়ী সুজনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে। সন্ধ্যায় আলমডাঙ্গায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদক ব্যবসায়ী সুজন আলী(৩৫) উপজেলার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের খয়বার আলী ছেলে ও অপর মাদক ব্যবসায়ী আরশাদ আলী (৬০) কুষ্টিয়া ইবি থানার আবদালপুর গ্রামের মুত আকবার আলীর ছেলে
জানাগেছে, মাদক ব্যবসায়ী সুজন ও আরশাফুল দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে বলে অভিযোগ ছিল।
ঝিনাইদাহ র্যাব ৬ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধুপুর গ্রামের মাদক ব্যবসায়ী সুজনের বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে সুজনের বাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ী সুজন ও আরশাদ আলীকে গ্রেফতার করে র্যাব-৬“র ক্যাম্পে নিয়ে যায়। সন্ধ্যায় র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সিপিসি-২ এসআই মহিউদ্দিন আজাদ বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।