আলমডাঙ্গায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কেএম মুঞ্জিলুর রহমানকে সংবর্ধনা
আলমডাঙ্গায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কেএম মুঞ্জিলুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২৩ মে বিকেলে এরশাদপুর চাতাল মোড়ে যুবলীগের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার আগেই উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের নেতাকর্মি এসে উপস্থিত হয়। এরপর নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কেএম মুঞ্জিলুর রহমান আসার সাথে সাথেই যুবলীগের নেতাকর্মিরা একে একে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রবীন আওয়ামীলীগ নেতা তোফা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কেএম মুঞ্জিলুর রহমান। এসময় তিনি বলেন, আপনারা যার ডাকে সারা দিয়ে আজ এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের নেতা সাজ্জাদুল ইসলাম স্বপন আমার ভাই ও বন্ধু। আপনারা স্বপনের কথায় দিনরাত প্ররিশ্রম করে মোটরসাইকেল মার্কাকে বিজয়ী করেছেন। আপনারা আমার পাশে থাকবেন। আমি আপনাদের সাথে নিয়ে আলমডাঙ্গা উপজেলা নতুন রুপে সাজাতে চাই।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম খান স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শেখ মনিরুল ইসলাম, কুমারী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি ইমাদুল হক, জহুরুল ইসলাম, সাবেক মেম্বার তকবুল, ডাউকি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আশা, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল টিটু।
কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির উপস্থাপনায় হারদী ইউনিয়নের শেখ রবেল, মীর তৌফিক, জিল্লু, তানভীর, শাহীন, খান, মিন্টু খান, যুবলীগ নেতা কুমারী ইউনিয়নের জিনারুল ইসলাম, ডাউকি ইউনিয়ন খবির, ঝান্টু, রবিউল, কাবিল, উজ্জ্বল, জাকিরুল, খাসকররা ইউনিয়নের সমীর, আলমগীর, বাড়াদি ইউনিয়নের টৌকন, জেহালা ইউনিয়নের রফিকুল, তরিকুল, চিৎলা ইউনিয়নের হিটলার, কালিদাসপুর ইউনিয়নের রাফিজুল, আহার আলী, রাব্বি, ভদু, রফি, কাসেম, জুলহাস, মিন্টু, খিতিস, রুবেল, বেলগাছি ইউনিয়নের ডা. আকাশ, ভাংবাড়িয়া ইউনিয়নের সুমন মেম্বার, উপজেলা ছাত্রলীগ নেতা এস.কে শাকিল, আওয়ামীলীগ নেতা আরমান আলী, রোকনুজ্জামান, আব্দুল মালেক, তৌয়ব আলী, আত্তাব আলী, আব্দুল হান্নান, পৌর যুবলীগের ইকরামুল, শাহীন, বাবু, সুমন, সাকিব, প্রসেনজিৎ, মুরগী হালিম, হাসান আলী, নজরুল, শাওন, নুর আলীম জিকু, শরিফুল, হাফিজুল, ঝান্টু, বাদল, লিপু, কবীর, আলি মিস্ত্রেরীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবলীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।