২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২২, ২০২৪
111
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে কেএম মঞ্জিলুর রহমান চেয়ারম্যান ও মাসুম বিল্লাহ ভাইস চেয়ারম্যান এবং মনিরা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত বেসরকারি ফলাফল থেকে জানা যায়, মোটরসাইকেল প্রতিকে সর্বোচ্চ ৪০ হাজার ২শ ৮০ ভোট পেয়ে কেএম মঞ্জিলুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিল্লুর রহমান ঘোড়া প্রতিকে পেয়েছেন ২৬ হাজার ২শ ৮৭ ভোট। অন্যান্য প্রতিদ্ব›দ্বী আইয়ুব হোসেন দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৩শ ৬ ভোট, নুরুল ইসলাম কাপ পিরিচ প্রতিকে পেয়েছেন ৩ হাজার ১৪ ভোট ও মমিন চৌধুরী ডাবু আনারস প্রতিকে পেয়েছেন ২ হাজার ১শ ৭ ভোট।


এছাড়া, মাইক প্রতিকে সর্বোচ্চ ১৭ হাজার ৩শ ৩৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাসুম বিল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতিকে আহমেদ হাসিব খান পেয়েছেন ১৫ হাজার ৮শ ৬০ ভোট। অন্যান্য প্রতিদ্ব›দ্বী প্রার্থি চশমা প্রতিকে মিজানুর রহমান পেয়েছেন ১১ হাজার ৬শ ৫৩ ভোট, মকলেছুর রহমান টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৭শ ৮৪ ভোট, বই প্রতিকে মামুনার রহমান পেয়েছেন ৮ হাজার ৭শ ৪ ভোট, উড়োজাহাজ প্রতিকে আজিজুল হক পেয়েছেন ৬ হাজার ১শ ৯ ভোট, পালকী প্রতিকে সোহেল রানা শাহীন পেয়েছেন ২ হাজার ৭শ ৩৩ ভোট, টিয়াপাখি প্রতিকে আজিজুল হক পেয়েছেন ১ হাজার ৭শ ৭৬ ভোট।


তাছাড়া, কলস প্রতিকে মনিরা খাতুন সর্বোচ্চ ২৭ হাজার ৭শ ৬৪ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থি কাজী মারজাহান নিতু হাস প্রতিকে পেয়েছেন ২৪ হাজার ৭শ ৩০ ভোট, ফুটবল প্রতিকে কাজল রেখা পেয়েছেন ২১ হাজার ৯শ ৩ ভোট।


একটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত আলমডাঙ্গা উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৯৫ হাজার ২ শত ২ জন । এখানে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৮ হাজার ৬ শ ৫ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৪৬ হাজার ৫ শ ৯৫ ও হিজরা ভোটার ২ জন রয়েছে।


আলমডাঙ্গা উপজেলায় মোট ১১৮ টি কেন্দ্রের ৮০৮ টি কক্ষে এ ভোট গ্রহন অনুষ্ঠত হবে । এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ৭ শ ৬৫ ও অস্থায়ী ভোটকক্ষ ৪৩ টি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram